প্রযুক্তির উৎকর্ষতার সাথে সাথে পেশার পরিবর্তন হয়। পেশা হিসেবে ওয়েব ডেভেলপারদের চাহিদা বেশী । অনলাইন মার্কেট গুলোতে ওয়েব ডেভেলপারদের কাজ তুলনামূলকভাবে বেশী পাওয়া যায়। HTML, CSS, JavaScript, AngularJS, Python এই কয়েকটি ভাষা শিখতে পারলে কাজ শুরু করা যাবে।
Saturday, 28 January 2017
Wednesday, 25 January 2017
ইতিহাসের গতি
কালের সাক্ষী হয়ে থাকে ইতিহাস। জয়-পরাজয়, উত্থান-পতন সবই থাকে ইতিহাসে। কারো কথায় কর্ণপাত না করে আপন গতিতে বয়ে নিয়ে যায় বর্তমানকে। বর্তমানকে বয়ে নিয়ে যাওয়ার জন্য কারো কাছ থেকে পরামর্শ নিতে হয় না। আজ যাকিছু বর্তমান, কালকে তা হবে ইতিহাস।
Motion of History
History is the witness of time. Victory-defeat, the ups and downs in the history of everything.
Subscribe to:
Posts (Atom)