Monday, 22 June 2020

সফলতা অর্জনে প্রয়োজন মানসিক দৃঢ়তা।

বহুদূর, বহুদূর পথ চলার পর অনেক সময় আমাদের মনে হয় ভুল পথে চলেছি। 

মূলত এটা এক ধরনের  মানসিক দ্বন্দ্ব। পথচলা শুরু করার সময় এই মনই নির্দেশ দিয়েছে যে পথে চলতে শুরু  করছি  সেটা অন্যান্য পথের চেয়ে ভালো। 
প্রত্যেক পথের একটা শেষ আছে। আছে সফলতা। পথের শেষ প্রান্তে পৌঁছার  আগে আমাদের  নেগেটিভ "মন" পজেটিভ " মন" এর উপর প্রভাব বিস্তার  করে জয়ী হতে চায়। যাতে করে নিশ্চিত মনে চলা ব্যক্তি দ্বিধাগ্রস্ত হয়ে পরে  এবং সফলতা পাওয়ার ব্যাপারে সন্ধিহান হয়ে পড়ে উক্ত পথে চলা বন্ধ করে দেয়। নতুন পথে চলা শুরু করে। 
এতে করে উক্ত ব্যক্তি পথের শেষ প্রান্তে পৌঁছতে পারে না। কাঙ্ক্ষিত সফলতা থেকে বঞ্চিত হয়। নতুন চলা পথে আবারো সফলতা প্রাপ্তি  বিলম্বিত হয়। 
তাই একথা নিসন্দেহে বলা যায়, চলার পথে অনেক পথ পাড়ি দেয়ার পর  দ্বিধাদন্দ্ব দেখলে বুঝতে হবে সফলতা নিকটবর্তী। তখন  মানসিকদ্বন্দ্ব ঝেড়ে ফেলে দিয়ে নিজ লক্ষ্য পানে নতুন  উদ্যম ও পরিকল্পনায় এগিয়ে যাওয়াই হবে সর্বোত্তম।  
ধন্যবাদ।

পজিটিভ ও নেগেটিভ রিপোর্ট

যে রিপোর্টর প্রচার বেশী হবে সেটা প্রতিষ্ঠিত হয়ে যায়। টিভিতে যে নিউজ প্রচার করা হয় তার ৮০ ভাগ নিউজই নেগেটিভ ধাচের বা উদ্বেগ ছড়ায়। প্রতিদিনের সংবাদে একটি পজিটিভ ও অনুপ্রেরণা যোগায় এমন রিপোর্ট প্রচার করা প্রয়োজন। 
প্রয়োজন বোধে একটা পজিটিভ রিপোর্টিং বিট সাংবাদিক তৈরি করা যেতে পারে। 
একটা বিষয় খেয়াল করলাম টিভির সংবাদে পজিটিভ নিউজ কম থাকলেও যতগুলো বিজ্ঞাপন দেয়া হয় সব গুলোতে পজিটিভ ম্যাসেজ থাকে। এসব বিজ্ঞাপনে ক্রেতারা বিজ্ঞাপনদাতার সেবা বা পণ্য ক্রয় করতে অনুপ্রাণিত হয়ে থাকে। 
পজিটিভ নিউজের প্রচার বেশী হোক।  একটি পজিটিভ মানন সমাজ গড়ে উঠুক।             

Sunday, 21 June 2020

করোনা প্রতিরোধে আমাদের ব্যর্থতা সমূহ

১) আক্রান্তের প্রাথমিক পর্যায়ে গুরুত্ব না দেয়া 
২) বেশি পরীক্ষা করতে না পারা 
৩) ছুটি দিয়ে দেয়া  

Saturday, 20 June 2020

China's accused against India

China has accused Indian troops of a "deliberate provocation" in its first official comments on Monday's deadly clash at a disputed Himalaya border.

Foreign ministry spokesman Lijian Zhao said the troops had crossed into Chinese territory and attacked, triggering "Fierce physical conflicts".

However he did not give details of any Chinese casualities. 



করোনাকালীন ভাবনা

জীবন ও জীবিকা দুটোই গুরুত্বপূর্ণ। লকডা্উন আমাদের মতো দেশে ভয়াবহ অবস্থার সৃষ্টি করবে। স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে জীবিকা উপার্জনের ব্যবস্থা করা প্রয়োজন। এক্ষেত্রে জনসচেতনতা হতে পারে একমাত্র উপায়। 

Wednesday, 27 May 2020

Introduction to Human Rights: Lesson 6

Game: How do Human Rights relate to your daily life ?

Human rights issues surround us everywhere in our lives. Whether you speak your, freely choose your partner or gather with friends in public. Human rights seek to ensure that we are treated fairly and equally at work, at school and at home.

In the following exercise, align the daily life situations with the human rights that are affected. Drag and drop the concerned next to the related statement.

Start Quiz: 

Introduction to Human Rights: Lesson 5

What are Human Rights ?
There is not one single definition of human rights, but common to all approaches, is the conviction that human rights are fundamental for us to live in dignity as human beings. 

Human rights are guarantee the equality of all people, integrity of the person, privacy, personal freedoms and fulfillment of basic existential and social needs. 

Human rights are the rights and freedom that  belong to each and every person, because we are all human beings. 

So, we are all entitled to these rights and freedom whatever our nationality, place of residence, sex, color, region, language or any other status. Human rights help to define how we can live together peacefully, while safeguarding the rights and freedoms of each individual. 

Tuesday, 26 May 2020

Introduction to Human Rights: Lesson 3

What inspires you to  stand up for Human Rights ?


Maria Munir: I think there is no one inspiration that really comes to mind. I think, for me, it's empowering to be part of a community of human rights defenders. I think no one can really work in isolation, and for me, especially when, you know, I've been down, or feeling like I need a jolt in the right direction. It's really inspiring to be able to see what other people have achieved, whether its in my own field or not. I like to feel part of a community, because I think we're stronger that way. But obviously, my friends see a brighter future for me, and I think that's really important. I think when you're doing human rights work it can be very pessimistic, 'cause you're fighting against a lot of forces and a lot of institutions and power structures which are really hard to unpack. So, I think it's important to be in a positive environment. I think a lot of people would be surprised to hear that I don't find myself inspiring at all. 'cause I am just an ordinary person doing things that to some, feel extraordinary. But I think everyone can have an impact in their own small way, and for me, it just happens to be in a public atmosphere.


Saturday, 23 May 2020

The 327 TOEFL Words you need to know

Below are the 327 best TOEFL vocabulary words, in alphabetical order.

1. Abundunt      = Present in large quantities
                          = Living close to a lake means we have an abundant supply of water.
2. Accumulate   = To gradually collect.
                          = Each fall, leaves accumulate in our driveway.
3. Accustomed  = Used to something.
                          = Having 8 a.m classes means I'm accustomed to getting up early.
4. Acquire         = To come into possession of.
                          = When my grandmother died, I acquired her cookbook collection.
5. Adamant       = Refusing t change an opinion.
                          = The defendant was adamant that he was innocent.
6. Adequate       = Enough to suit your needs.
                          = Our houses isn't big, but it's adequate for the two of us.
7. Adjacent        = Close to or Next to.
                          = The park is adjacent to the school.
8. Adjust           = To change something so it  serves its purpose better.
                         = The bike seat may be too high; you'll probably need to adjust it.
9. Advantage    = Something that makes it easier to achieve success.
                          = His height gives him an advantage in basketball.
10. Advocate    =To publicly support.
                         = My aunt is major advocate for women's rights.
11. Adverse      = Unfavorable; against one's desire.
                         = I had an adverse reaction to my medication and had to stop taking it. 

Monday, 20 April 2020

করোনা ভাইরাসের কারনে পৃথিবী স্থবির

অদৃৃশ্য এক ভাইরাসের কারনে মানবজাতি আজ ভয়ে তটস্থ। প্রানঘাতি করোনা ভাইরাস আজ মানব সভ্যতার জন্য হুমকি হয়ে দাড়িয়েছে।