বহুদূর, বহুদূর পথ চলার পর অনেক সময় আমাদের মনে হয় ভুল পথে চলেছি।
মূলত এটা এক ধরনের মানসিক দ্বন্দ্ব। পথচলা শুরু করার সময় এই মনই নির্দেশ দিয়েছে যে পথে চলতে শুরু করছি সেটা অন্যান্য পথের চেয়ে ভালো।
প্রত্যেক পথের একটা শেষ আছে। আছে সফলতা। পথের শেষ প্রান্তে পৌঁছার আগে আমাদের নেগেটিভ "মন" পজেটিভ " মন" এর উপর প্রভাব বিস্তার করে জয়ী হতে চায়। যাতে করে নিশ্চিত মনে চলা ব্যক্তি দ্বিধাগ্রস্ত হয়ে পরে এবং সফলতা পাওয়ার ব্যাপারে সন্ধিহান হয়ে পড়ে উক্ত পথে চলা বন্ধ করে দেয়। নতুন পথে চলা শুরু করে।
এতে করে উক্ত ব্যক্তি পথের শেষ প্রান্তে পৌঁছতে পারে না। কাঙ্ক্ষিত সফলতা থেকে বঞ্চিত হয়। নতুন চলা পথে আবারো সফলতা প্রাপ্তি বিলম্বিত হয়।
তাই একথা নিসন্দেহে বলা যায়, চলার পথে অনেক পথ পাড়ি দেয়ার পর দ্বিধাদন্দ্ব দেখলে বুঝতে হবে সফলতা নিকটবর্তী। তখন মানসিকদ্বন্দ্ব ঝেড়ে ফেলে দিয়ে নিজ লক্ষ্য পানে নতুন উদ্যম ও পরিকল্পনায় এগিয়ে যাওয়াই হবে সর্বোত্তম।
ধন্যবাদ।